Malda Sukanta smriti sangha : গ্রাম বাংলার রূপ ফুটিয়ে তুলেছে মালদহের সুকান্ত স্মৃতি সংঘ

Newsbazar24: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।আর ক‘দিন পর থেকে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সময় প্রতিমা ও মন্ডপে-মন্ডপে রঙ তুলির আঁচড়ে ফুটিয়ে তুলতে কাজ চলেছে দিন-রাত। যেন দম ফেলার ফুরসৎ নাই। মালদহের অন্যতম শ্রেষ্ঠ পুজো গুলোর মধ্যে মালদহের সুকান্ত স্মৃতি সংঘ অন্যতম।
বাংলার স্নিগ্ধ গ্রাম বাংলাকে ফুটিয়ে তোলার কাজ  জোর কদমে চলছে সুকান্ত স্মৃতি সংঘের মন্ডপে ।
পূজার থিম উৎসর্গ। এবছর তাদের পূজো ৪৫ বছরে পা দিয়েছে। খড়, বাঁশ ও অন্যান্য সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে পূজা মন্ডপ। প্রতিমাত্র থাকছে থিমের ছোঁয়া। গত কয়েক বছর ধরে বিভিন্ন থিমের পুজো করে দর্শনার্থীদের মন জয় করেছে এই ক্লাব। এবছর তাদের পুজোর থিম উৎসর্গ। ইংরেজবাজার পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের মহানন্দা পল্লী এলাকায় ক্লাব প্রাঙ্গণে রাত দিন জেগে চলছে পূজা মণ্ডপ তৈরির কাজ। ধানের গোলার আকারে তৈরি করা হচ্ছে পূজা মন্ডপ। গ্রাম বাংলার চিত্র তুলে ধরা হয়েছে পূজা মন্ডপে। স্থানীয় কাউন্সিলর বাবলা সরকার বলেন, পুজোর থিম উৎসর্গ। এবছর তাদের পুজো ৪৫ বছরে পা দিয়েছে। গ্রাম বাংলার চিত্র তুলে ধরা হয়েছে পূজা মন্ডপে। প্রতিমাতেও থাকছে খড়সহ বিভিন্ন সামগ্রীর ছোঁয়া। দূষণমুক্ত গ্রাম বাংলার পরিবেশ সাজিয়ে তোলা হচ্ছে পূজা মন্ডপে।