নবমীতে বৃষ্টি দানব ! আকাশ কালো করে বৃষ্টি নামল কলকাতার ওলিগলিতে

news bazar24: আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি হল নবমীর বিকেলে, আকাশ কালো করে বৃষ্টি নামল। উৎসবের শেষ পর্যায়ে যখন মেজাজ তুঙ্গে তখন অসুরের মতো বৃষ্টি শুরু হয়। ইতিমধ্যেই কলকাতার রাস্তায় জল জমতে শুরু করেছে। মন্ডপ মুখী কার্যত ভিড়ের উৎসাহে অভিভূত হয়ে পড়ে। তবে সেই বৃষ্টিতেও নিরস্ত হচ্ছেন না অনেকেই। ছাতা না থাকলে কি হয়েছে? তারা লাইনে […]