হংকংয়ের বাঙালি আসোসিয়েশনের পুজোর মন্ডপ সেজে উঠছে বাংলার পট চিত্রে

newsbazar24 : পটচিত্রের কদর বিদেশের পুজোর সাজে। দক্ষিণ চীন সাগরের উপকূলে হংকংয়ের বাঙালি আসোসিয়েশনের পুজোর মন্ডপ এবার সেজে উঠবে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের পটচিত্রে। পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মণ্ডপ সজ্জা নিয়ে ভাবনা চিন্তা করতে গিয়ে তাঁদের মাথায় আসে বাংলার পট চিত্রের কথা । কাজের বরাট পেয়েছেন পূর্ব মেদিনী পুর জেলার চণ্ডীপুর থানার […]