সন্দীপ চক্রবর্তীর অনবদ্য একটি লেখা ” কান্না ”

“কান্না” সারাটা রাত গাছটা কেঁদেছে ফুঁপিয়ে ফুঁপিয়ে। সেই কান্না শুনেছে রাতজাগা চাঁদ, বিষন্ন পৃথিবী, ঘুম হারানো দিনের সূর্য । আতঙ্কে ছটফট করেছে ডালে বাসা বাঁধা এক হাজার পাখির দল, কোটরে শুয়ে থাকা কিছু কাঠবিড়ালি, গাছকে জড়িয়ে থাকা অসংখ্য পতঙ্গ। ওরা দেখেছিল গাছটা কেঁপে কেঁপে উঠেছিল অসহ্য যণ্ত্রণায়, যখন দানবীয় উল্লাসে মানুষের দল গাছের শরীরে লোহার […]