পুজোর বাজার বলতে জমে উঠেছে শাড়ি নিয়ে। কথায় বলে শাড়ি তে ই নারী

news bazar24: পড়ল কাঠি ঢাকে পুজোর রব চারিদিকে।। শিউলি ফুলের গন্ধে ভুবন ভরা ছন্দে।। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা প্যান্ডেল হোপিং এর আগে আপামর বাঙালি এখন মেতেছে শপিং এ। সারা বছরের এক ঘেয়েমি পোশাক থেকে নিজেদের বের করে অন্য রূপে সাজাতে ই ভালোবাসেন বঙ্গনারীরা। কথায় বলে শাড়ি তে ই নারি ।শাড়ী এর মধ্যে সিল্ক , হ্যান্ডলুম এর বাহার পুজোর দিনগুলোতে বেশি নজর এ পড়ে। প্রত্যেক বছরে আলমারি সেজে ওঠে নতুন শাড়ী তে। আর পুরনো গুলো জায়গা পায় কোনো এক গোপন তাকে। তবে পুরনো শাড়ী গুলো যত্নের দরকার তো পড়েয়। বিশেষ করে সিল্ক শাড়ী এর, সুতির শাড়ি এর মত যেমন তেমন ব্যাবহার করলে কিন্তু হবেনা এনার একটু বিশেষ যত্নের প্রয়োজন । যত্নের কয়েকটি উপায় শুনে নিন ১) সিল্ক শাড়ী আলমারি তে ঝুলিয়ে রাখবেন না। ২) পারলে সুতির কাপড়ে মুরে রাখুন মনে রাখবেন একসাথে দুটো শাড়ী মুড়িয়ে রাখলে দুটো শাড়ী ই নষ্ট হয়ে যেতে পারে। ৩)জরি বা সুতোর কাজের শাড়ী গুলো উল্টো করে ভাঁজ করে রাখবেন । ৪)সিল্কের শাড়ি বাড়িতে না ধুয়ে ড্রাই ওয়াশ এ দেওয়া ভালো ৫) কখনো রোদে দেবেন না সিল্ক শাড়ী পাড়লে ছয় মাস অন্তর আলমারি থেকে বার করে হাওয়ায় রাখুন। পছন্দের শাড়ী গুলোর এভাবে যত্ন নিন আর সাজিয়ে তুলুন নিজেকে