বিদেশের পুজোতেও এখন বাংলার জৌলুস ,বাড়ছে পুজোর সংখ্যা

news bazar24: তিরিশ বছর আগে দেশে একটি পূজা ছিল না, এখন সে দেশে ১২টি ভিন্ন ভিন্ন পূজা! কয়েক বছর আগেও পুজোর হাওয়া মোরাদাবাদে পৌঁছায়নি, মিউনিখকে ছেড়ে দিন। পুজোর সময় ঢাক মাইক বাজানো হয়নি। তাই নির্বাসনে বসে থাকা ছাড়া উপায় ছিল না। সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। আমাদের নিজস্ব পূজাও পরের উৎসবকে অবলম্বনে স্থান পায়। […]