দত্ত পুকুর ঃ রাজা কৃষ্ণচন্দ্র রায় নৌকা বিহারে এসে শুরু করেছিলেন বুড়োমায়ের পুজো

news bazar24 : চলুন ঘুরে দেখি দত্তপুকুরের বুড়োমায়ের পুজোর ইতিহাস ৷ কথিত আছে, রাজা কৃষ্ণচন্দ্র রায় এই অঞ্চলে নৌকা বিহারে এসেছিলেন ৷ জায়গাটি খোঁড়ার সময় প্রমাণস্বরূপ জাহাজের টুকরো পান ৷ ঘটনাচক্রে জায়গাটি রাজার ভীষণ পছন্দ হয়ে যাওয়ায় নাতিকে এখানে বাড়ি করে দেন ৷ সে সময় থেকেই রাজা কৃষ্ণচন্দ্র রায় দুর্গা পূজার সুচনা করেন আজ থেকে প্রায় 351 বছর আগে […]