Dussehra utsav Malda : কালিতলা ক্লাবের উদ্যোগে মালদায় অনুষ্ঠিত হল দশেরা উৎসব

news bazar24: কালিতলা ক্লাবের উদ্যোগে  মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত হল দশেরা উৎসব৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার প্রদীপকুমার যাদব, অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালুঙ্খে, বিধায়ক আব্দুর রহিম বক্সি, সাবিত্রী মিত্র, মালদা ডি আর এম মনিশ কুমার গুপ্তা ,  ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা ক্লাব সভাপতি কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ,প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আবু হাসেম খান চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলর ও জনপ্রতিনিধিরা৷

কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি বলেন, গত ২৭ বছর ধরে আমরা এই উৎসব পালন করে আসছি৷ আমরা মালদাবাসীর কাছে আতসবাজি প্রদর্শনী‌ও তুলে ধরা হয়েছে ৷ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অশুভ শক্তির বিনাস করার বার্তা দেওয়া হয়।”

 

 

এদিন রাম লক্ষন সেজে দুই যুবক মাঠ পরিদর্শন করেন। এরপর আগুন ধরিয়ে রাবণ, মহিরাবন এবং কুম্ভকর্ণের বিশালাকৃতির কুশ পুতুলে আগুন ধরিয়ে পুড়ানো হয়, পাশাপাশি রকমারি আতসবাজির প্রদর্শন করা হয় । এদিন রাবন বধ দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ।

পুজোর আনন্দ

মালদার পুজো