শঙ্কর চক্রবর্তী (news bazar24) : পুজো কাটুক মায়ের সাথে’ ,এই বার্তা নিয়ে প্রায় শতাধিক বাচ্চাদের জন্মদাতা মায়ের প্রতি কর্তব্য বোধের বীজ রোপণ করলো মালদার দ্য এসিয়ান ওয়েলফেয়ার গ্রুপের সদস্যরা। অষ্টমীর সন্ধ্যায় ইংরেজ বাজার শহরের এল আই সি মোড়ে এই অনুষ্ঠানটি পালন করা হয়। মূলত বিভিন্ন জায়গা থেকে দূর্গা পূজায় ঢাক বাজাতে আসা ঢাকীদের সাথে কাঁসর বাজাতে আসা ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় ,শাড়ী ,জামা ও মিষ্টি। বাড়ি ফিরে মায়ের হাতে কিছু তুলে দেওয়ার আনন্দনদের মাধ্যমে মায়ের প্রতি দায়িত্ব বোধ বাড়ানোই দ্য এসিয়ান ওয়েলফেয়ার গ্রূপের মূল উদ্দেশ্য।

এদিন এই কর্মসূচির পাশাপাশি জেলার ৩ সাংবাদিককে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় দ্য এসিয়ান ওয়েলফেয়ার গ্রূপের পক্ষ থেকে। সাংবাদিক শংকর চক্রবর্তী , চিন্ময়ী উপপাধ্যায় ও অভিজিৎ রায়ের হাতে এই সংবর্ধনা তুলে ধরেন ইংরেজ বাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী , বাণী ব্রত দাস , পরিদর্শক, মধ্য শিক্ষা পর্ষদ ও সমাজ সেবী প্রসেনজিৎ দাস ।

এদিন এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্যরা প্রাক্তন আইপিএস অফিসার শ্রী প্রদীপ সান্যাল , বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শুভ্র কুমার কুন্ডু , বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী চঞ্চল কুমার ঝা ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী উৎপল কুমার গুণ, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু ………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *