news bazar24:এই বছরেও পালিত হলো মালদা রামকৃষ্ণ মিশনের কুমারী পুজো । ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে দুর্গাপূজা শুরু করেন। সেই বছর থেকেই বেলুড় মঠে কুমারী পুজো শুরু হয়। সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। বেলুড় মঠ ছাড়াও মালদহ জেলার রামকৃষ্ণ মিশনে বেলুড় মঠের আদলে দুর্গাপূজা ও কুমারী পূজা করা হয়।
মালদা রামকৃষ্ণ মিশনে প্রতি বছর মহাষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। আর যাকে ঘিরে দেখা যায় মানুষের ভিড়। আজ এই কুমারী পুজোকে ঘিরে মালদার মিশন রোডে ছিলো প্রশাসনিক কড়া নিরাপত্তা ।
তবে এবার পূজার সময় আগাম হওয়ায় ভক্তের সমাগম থাকলেও অন্যান্য সময়ের তুলনায় তা ছিল অনেকটাই কম।