news bazar24 ঃ অপ্রয়োজনীয় গাছ কাটা বন্ধ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষের আরও সচেতন হওয়ার সময় এসেছে। পরিবেশ রক্ষায় অবিলম্বে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে চুঁচুড়া পঞ্চাননতলা সার্বজনীনের ভাবনা এবার ‘বিপদের উৎসের দিকে’। সাধারণ মানুষ আসলেই যে বিপদের মুখে তা মণ্ডপে প্রবেশ করলেই দেখা যায়।
পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করে তৈরি করা হয়েছে পূজা মণ্ডপ। বাঁশ, খড়, তালপাতা, নারকেল পাতা, নারকেলের খোসা ইত্যাদি ব্যবহার করা হয়েছে। প্রায় পাঁচ মাস লেগেছিল এই মণ্ডপ সজ্জাতে । প্রতি বছরই চুঁচুঁড়া পঞ্চাননতলা সর্বজনীন পূজা কমিটি কিছু শিক্ষামূলক বিষয় তুলে ধরে। এই বছর ভাবনার মাধ্যমে মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রতিনিয়ত গাছ নিধনের ফলে পরিবেশ বিনষ্ট হচ্ছে তা তুলে ধরা হয়েছে।
তাই বার্তা একটাই, সুরঙ্গের শেষে যেমন ক্ষীণ আলো থাকে। সেই আলোর সন্ধানই হয়ে উঠুক মানুষের সচেতনতা।সেই আলোর সন্ধান হয়ে উঠুক মানুষের সচেতনতা। বিশাল গর্ত দিয়ে মণ্ডপে প্রবেশ করতে হবে। যাকে বলে ধরিত্রীর মুখ। ভেতরে ঢুকলেই দেখতে পাবেন বিশাল গাছের গুঁড়ি কেটে ঝুলিয়ে রাখা হয়েছে। মূর্তিটি তৈরি করেছিলেন কলকাতার বিখ্যাত ভাস্কর সৈকত বসু।
মণ্ডপে প্রতিমা এসেছে অনেক আগেই। শেষ মুহূর্তের মণ্ডপ সাজানোর কাজও শেষ হয়েছে। তৃতীয় দিনের সন্ধ্যা থেকেই মানুষের বন্যা বইছে। জেলার মফস্বল পূজায় বাজেট কম থাকে, তাই সাধারণত ক্লাব সদস্যরাই নিজের হাতে বেশিরভাগ কাজ করে থাকে ।
তবে পাঁচতলা মণ্ডপটি তৈরি করতে অনেক শিল্পীও দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছেন। এবার মূল পুজোয় ভিড় বেশি হবে বলে আশাবাদী উদ্যোক্তারা। পরিবেশ সচেতনতার এই বার্তা ছড়িয়ে পড়বে বহুদূর পর্যন্ত ।