news bazar24: প্রযুক্তি এবং প্রকৃতি একে অপরের পরিপূরক। কিন্তু, প্রকৃতি এখন প্রযুক্তির ছায়ায় ঢাকা। সময়ের অগ্রগতিতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। বিজ্ঞানের রথ যতই এগিয়ে যাচ্ছে, মানব সভ্যতার ওপর যেন এক অভিশাপ নেমে আসছে।
ঋতু বদলে যাচ্ছে, জলবায়ু পরিবর্তনের সাক্ষী হচ্ছে গোটা বিশ্ব। গ্রিন হাউস গ্যাসের শক্তি বাড়ছে , বাড়ছে দূষণ। সব মিলিয়ে ভবিষ্যতে আরও বড় বিপদের আশঙ্কা করছেন পরিবেশবিদেরা । আর সেই বিপদের কথা মাথায় রেখেই এবার অভিনব থিম রাজডাঙা নব উদয় সংঘের । কী উপায়ে প্রযুক্তি ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করা যায়, সেই থিম ভাবনা তুলে ধরছেন কসবার এই পুজো কমিটির আয়োজকরা।
কীভাবে প্রকৃতিকে ধ্বংস করে প্রযুক্তির শক্তি বাড়ছে, কীভাবে কংক্রিটের জঙ্গলে গাছ কেটে একের পর এক পুকুর বুঝিয়ে করা হচ্ছে কের পর এক বহুতল আবাসন আর বাড়ি , সেই সব চিত্রই থিমের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। কিন্তু, এই অবস্থার পরিবর্তন না হলে শিগগিরই বড় বিপদ হতে পারে। আর তার অশুভ সংকেত সারা মন্ডপ জুড়ে । বার্তা বদল চাই। ভারসাম্য চাই। নামও দেওয়া হয়েছে সেই ভাবনা থেকেই- ভারসাম্য।
কমিটির অন্যতম প্রধান পুজো আয়োজক পাপড়ি মুখোপাধ্যায় বলেন, “প্রতি বছর আমরা আমাদের থিমের কথা চিন্তা করে সমাজকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করি। আমরা চাই মানুষ আমাদের মণ্ডপ দেখতে আসুক এবং সত্যিই ভাবুক যে এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার কিনা ?