news bazar24:

কালিতলা ও আরকে কে দাস রোড দুর্গ উৎসব কমিটি

মিশর ,পিরামিড ,মমি দেখা যাবেমণ্ডপে ঢুকলে ।২৫ বছরের এই পুজোর মণ্ডপে দেখা যাবে মিশরের নানা দৃশ্য। আলোকসজ্জা থেকে আবহ সবকিছুতেই মিশরের সংস্কৃতি ফুটিয়ে তোলা হবে। ১৫০ ফুট লঙ্কা, ২০ ফুট চওড়া মন্ডপ হচ্ছে , মগুপ সজ্জার প্রধান উপকরণ থাকছে বালি। মণ্ডপ পরিকল্পনা ও সজ্জায় শিল্পী পিন্টু। প্রতিমা হচ্ছে মিশরীয় ধাঁচে । প্রতিমা শিল্পী রাখাল পাল। পুজার আহ্বায়ক নবীন সরকার জানালেন, থিমের নাম “এক টুকরো মিশর’।

বেহালা ইয়ং মেনস আসসিসেওন:

বার্তাবাহক হিসেবে এক সময়ে পায়রাদের ব্যবহার করা হত । তারপর এলেন রানাররা । এখনকার দিনে রয়েছেন আপ ক্যাবচালক, ডেলিভারি পার্সন। থিমের নাম ‘গতি’। এই গতি শব্দটি ডাক পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে বহু যুগ আগে থেকেই। আর সেই ভারবহনকারী বার্তাবাহকদের উৎসর্গ করে গড়ে উঠছে পুজো মণ্ডপ। মণ্ডপ সজ্জায় ভার বহনকারী একটি পাখিও বাইকের মিশ্রুণ ইনস্টলেশন দেখাযাবে মণ্ডপে । পুজো এবার ৭৫ বছরে, জানালেন সম্পাদক পলাশ সাহা মণ্ডপ শিল্পী শঙ্কর পাল প্রতিমা শিল্পী অর্জুন ভ্টচার্য।

কাঁকুড়গাছি চলন্তিকী: রবীন্দ্রনাথ ঠাকুরের “দুই বিঘা জমির উপেনকে অবলম্বন করে তৈরি হচ্ছে মণ্ডপের থিম। জমিদারি প্রথা নাথাকলেও ক্ষমতাীলের আশ্রাসী মনোভাব এখনও রয়ে গেছে। সেই বিষয়টি মণ্ডপের থিমে তুলে ধরা হচ্ছে। কাঁকুড়গাছি এলাকার ৬৩ বছরের এই পুজোর থিম “উপেন’। মণ্ডপ শিল্পী রত্নদ্বীপ প্রামাণিক। প্রতিমা শিল্পী নবকুমার পাল। বেড়া, বাটাম, প্লাই দিয়ে মণ্ডপ তৈরি করা হচ্ছে । জানালেন সম্পাদক অভিজিৎ জয়সওয়াল।

বিবেকানন্দ সংঘ ঃ বেলেঘাটার সরকার বাজারের এই পুজোর বয়স ৭৬। এবারের থিমও তাই ‘৭৬-এ ফেরা’। পুজোর এক কর্মকর্তা পার্থ সরকার জানিয়েছেন, মণ্ডপে ঢুকলে দর্শকদের মনে হবে সাতের দশকে পৌঁছে গেছেন।
সেই সময়ে নহবত-এর বেশ প্রচলন ছিল। বিয়েতে বসত নহবতখানা। এখনকার দিনে সেভাবে দেখা যায় না। এই নহবত-ও ফিরিয়ে আনা হচ্ছে আমাদের থিমের মধ্যে দিয়ে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে ডাকের সাজে তৈরি হচ্ছে প্রতিমা প্রতিমা শিল্পী সুব্রত পাল।

হাসপাতালে যৌন নিগ্রহের শিকার হলো পাঁচ বছরের এক শিশু! লজেঞ্জ দেবার নামে যৌন নিগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *