newsbazar24 :মালদার বনেদী বাড়ির পুজো গুলোর মধ্যে ইংরেজ বাজার শহরের ফুলবাড়ি বসাক বাড়ির পুজো দীর্ঘ ৬৯ বছরের ঐতিহজ্য বহন করে চলেছে । একসময় এই পুজো হত বাংলাদেশে । কিন্তু স্বপ্নাদেশে পাওয়া এই পুজার স্রষ্টা এপার বাংলার মালদায় চলে আসলে পুজোও চলে আসে তার হাত ধরে । সেই থেকেই মালদার বসাক বাড়িতে পুজো হয়ে আসছে নিষ্ঠার সাথে।
বসাক বাড়ির নিয়ম অনুযায়ী পঞ্চমীর সন্ধ্যায় বাড়ির বৌ মেয়েরা নিজের হাতে মা দুর্গা কে গয়না পড়িয়ে সাজিয়ে তুলে । উমা সেজে উঠে রাজ নন্দিনীর রুপে । পুজোকে ঘিরে চার দিন চলে বিভিন্ন অনুষ্ঠান ।