news bazar24: দুর্গাপূজা বাঙালির অন্যতম উৎসব। দুর্গাপূজায় শহর সেজে ওঠার অন্যতম কারণ হলো আলোকসজ্জা। শহরের আনন্দে দুর্গাপূজার আলোয় ঐতিহ্য, সৃজনশীলতা ও নতুনত্বের সমাহার। কলকাতা শহরের অন্যতম রেলওয়ে স্টেশনও এর ব্যাতিক্রম যায়নি ।

২০০০ সাল থেকে স্টেশনটি উল্লেখযোগ্য রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে গেছে, যা দূরপাল্লার যাত্রীদের চাহিদা মেটাতে একটি প্রধান পরিবহন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ মেইল, এক্সপ্রেস ট্রেন এখান থেকে যাত্রা শুরু ও শেষ করে । এমনকি ঢাকা ও খুলনার জন্য মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ছেড়ে যায়।

আর দুর্গাপূজা উপলক্ষে এই ঐতিহাসিক কলকাতা ষ্টেশনটি আলোয় আলোকিত হয়েছে । পুজোর সময় বিপুল সংখ্যক তীর্থযাত্রীকে স্বাগত জানিয়ে আলোকিত হয়ে উঠেছে এই তিলোত্তমা স্টেশন । আলোর এই অপূর্ব খেলা বদলে দিয়েছে কলকাতা স্টেশনের চেহারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *