newsbazar24 : আজ মহানবমী হলেও পঞ্জিকা মতে আজ বিজয় দশমী। উমার বিদায়ের পালা। চোখের জলে মাকে এক বছরের জন্য বিদায় জানাবে আপামর বাঙালি। এদিকে আজ বিজয় দশমী উপলক্ষে মন্ডপে মন্ডপে চলছে সিঁদুর খেলা আর শুভেচ্ছা বিনিময়। সারা রাজ্যের পাশাপাশি ছবিটা একই মালদারও।
মহিলা পরিচালিত মালদার শরৎপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে হয়েছে সিঁদুর খেলা,সঙ্গে ধুনুচি নাচ ও একে উপরকে মিষ্টি খাওয়ানো।