newsbazar24 : পটচিত্রের কদর বিদেশের পুজোর সাজে। দক্ষিণ চীন সাগরের উপকূলে হংকংয়ের বাঙালি আসোসিয়েশনের পুজোর মন্ডপ এবার সেজে উঠবে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের পটচিত্রে।

পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মণ্ডপ সজ্জা নিয়ে ভাবনা চিন্তা করতে গিয়ে তাঁদের মাথায় আসে বাংলার পট চিত্রের কথা । কাজের বরাট পেয়েছেন পূর্ব মেদিনী পুর জেলার চণ্ডীপুর থানার হবিছক গ্রামের আবেদ চিত্রকর ।

তার স্ত্রী সায়েরা চিত্রকর পট চিত্র ও পটের গান নিয়ে গতবার ইন্দোনেশিয়ার জাকার্তার বিশ্ব লোকগীতির আসরে হাজির ছিলেন । স্বামির সঙ্গে এই কাজে হাত লাগিয়েছেন তিনি। ২০০টি পাখা ও ১০০টি কুলোর ওপর সপরিবারে মাদুর্গার পট আঁকছেন তাঁরা। দিন সাতেক আগে কাজের বরাত পেয়েছেন আবেদ । বৃহস্পতিবার একাংশ পাখা’ও কুলো জাহাজে এসে নিয়ে যাবেন পুজো উদ্যোক্তারা ।

বাকি কাজও দ্রুত শেষ করতে হবে । তাই কাজের চাপে এখন দম ফেলার ফুরসত নেই চিত্রকর দম্পতির ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *