newsbazar24 : দরজায় পুজো। ৯ অক্টোবর বুধবার ষষ্ঠী। তার আগে ২ অক্টোবর মহালয়া। দুর্গাপূজার পর যথাক্রমে লক্ষ্মীপূজা, কালীপূজা ও ভাইফোঁটা। সেই কথা মাথায় রেখে, অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তিপূর্ণভাবে পূজা পরিচালনা করতে পুলিশের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞাপন জারি করেছে নবান্ন। জরুরি প্রয়োজন ছাড়া ১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত কোনো পুলিশ সদস্যকে ছুটি দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে।
তবে প্রতি বছর পুজোর সময় পুলিশের বাড়তি দায়িত্ব থাকে। কলকাতার পুজো মণ্ডপে এত ভিড় হয় যে পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। বাড়তি ফোর্স আনতে হবে। যদিও দুর্গাপুজোর ঠিক আট দিন আগে এই বিজ্ঞপ্তি জারি করেন নবান্ন। পরিস্থিতি বুঝে তা আরও বাড়ানো হয় কিনা তবে ভেবে দেখা হবে ।
বিজ্ঞাপন, উৎসবকে সামনে রেখে মঙ্গলবার পুলিশের ছুটি বাতিলের বিজ্ঞাপন জারি করা হয়। লক্ষ্মীপূজা, কালীপূজা ও ছট উপলক্ষে ১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত কোনো পুলিশ কর্মীকে ছুটি নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি। তবে জরুরী পরিস্থিতিতে ছাড় রয়েছে।