news bazar24 ঃকথায় আছে, শাড়িতেই নারী, অর্থাৎ যে কোন মহিলাকে শাড়ীতে যতটা সুন্দর দেখতে লাগে ততটা অন্য কোন পোষাকে লাগে না । এক কথায়, শাড়িতে নারীর সৌন্দর্য সবচেয়ে ভালোভাবে প্রকাশ পায়। পুজোর কেনাকাটার তালিকায় অবশ্যই কাঞ্জিভরম থেকে সিল্ক বা সুতির শাড়ি থাকা উচিত। এর সাথে, আপনাকে একটি ক্যাজুয়াল ব্লাউজও পরতে হবে। কিছুদিন আগে এক রঙের শাড়ি ও ব্লাউজ পরার প্রবণতা ছিল। কিন্তু এখন এক কালারের জায়গা নিয়েছে কনট্রাস্ট রং।
1 ) একটি রয়্যাল নীল বা সবুজ রঙের ব্লাউজ মানাবে গোলাপী রঙের শাড়ির সঙ্গে । এছাড়াও গোলাপী রঙের শাড়ির সঙ্গে হলুদ বা প্রবাল, ধূসর বা রূপালী রঙের ব্লাউজও পরতে পারেন।
২) হলুদ রঙের শাড়ির সঙ্গে যে কোনো নীল বা গাঢ় রঙের ব্লাউজ ভালো আসবে । গোলাপি বা হালকা নীল রঙের পোশাক পরতে চাইলে সেটিও পরতে পারেন। কালো, সবুজ ও লাল রঙের পোশাকও পরতে পারেন।
3) গাঢ় নীল ব্লাউজ লাল শাড়ির সাথে ভাল যায়। সিল্ক হোক বা অন্য যে কোনো ধরনের শাড়ি, নীল রঙের ব্লাউজ লাল শাড়িকে আরও খুলে দেয়।
4) প্রবাল রঙের ব্লাউজের সঙ্গে সবুজ শাড়িও নজর কাড়বে। লাল বা বেগুনি সবুজের যেকোনো শেডের সাথে সবচেয়ে ভালো হয়।
5 ) সাদা বা অফ হোয়াইটের মতো হালকা রং নীলের সঙ্গে পরতে হবে। এছাড়াও হলুদ, লাল ও গোলাপি রং পরলে মন্দ লাগবে না!