”মা দুর্গা আসছে, মা দুর্গা আসছে ”

                    – শ্রী নির্মাল্য দাস

শরৎ এসেছে , শরৎ এসেছে সবার মুখে হাসি
মহালয়া এসে গেল সবাই কেমন খুশি।
শরৎ এসেছে শরৎ এসেছে আকাশে সুন্দর মেঘ
মা দুর্গা আসছে রে ভাই দেখতে বড় শখ।
শরৎকালে দুর্গাপূজা সবাই হাসে নাচে
বাজারে দেখ কেমন সুন্দর লাইন করে আছে।
সবাই কেমন সবাই কেমন কাপড় কিনে গাছে
খোকা খুকু বেলুন দেখে যায় যে তাহার কাছে।
মায়ের পুজো ঘটা করে করছে সবাই প্যান্ডেলে
ঠাকুর আসছে ঢোল বাজছে, মাইক বাজছে
আসছে সবাই ধুপচি নিয়ে বিকেলে ও সকালে।
প্রতিদিনই মনডা মিঠাই পুজোর পরে ভাবছে
খিচুড়ি ভোগ দুপুর বেলা সবাই কেমন খাচ্ছে।
ছুটি ছুটি সবার ছুটি মা আসছে বলে
সকাল থেকে সন্ধ্যা বেলা ঘুমোই রাত্রি হলে।
সারাদিন খুব ধুমধাম মায়ের আরতি দেখা
সবার সাথে মেলামেশা দুঃখ ভুলে থাকা।
প্রতিদিনই কত কিছু অশুভ ঘটনা ঘটে
মায়ের কাছে বলতে হবে তবেই সব যাবে ছুটে।
মায়ের রূপের বর্ণনা করা খুবই দুষ্কর
সবাই দেখে প্রণাম করে এগিয়ে চলে আবার।
ধীরে ধীরে দর্শন নিয়ে আসে মা দুর্গার যাবার সময়
সবাই তাকে বিদায় জানাই কোলাকুলি প্রণাম করার।
আবার মাঝে আসবে একটি বছর পরে তাইতো সবাই দুঃখ করে থাকতে হবে বছর ধরে।
মায়ের যাবার সময় হল তাকে বিদায় দেওয়া এরপর যে আসছে আবার মা লক্ষ্মীর পায়ের চিহ্ন পূজা।
এইভাবে তো এগিয়ে চলে শরৎকালের দিনগুলি
তারপরে আসে ভাইফোঁটাও কালীপূজার দিনগুলি।
কালী মায়ের আগমনে অশুভ শক্তির নাসে
সবাই কেমন আগুন জ্বালায় ভটকা ফুটায় হেসে।
এইভাবেতে এগিয়ে চলে বাঙ্গালীদের সব পুজো
মায়ের আগমনের ফলে সবাই জেগে উঠ।
সবার মনে জাগবে একদিন খুব বুদ্ধি ও কর্ম
ভালোবাসার জোয়ার আসবে থাকবে মায়ের মর্ম।
অত্যাচারার এবং অপকর্ম দূরে গিয়ে শেষে
মায়ের আশীষ পেলে পরে পশুপাখি ও হাসে।
ভুলে যেতে হবে হিংসা বিভেদ ধর্মের কর্মের
তবেই তো আসবে বাংলায় সুখ শান্তি ভালোবাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *