”খোঁজ ”

-আরাধনা মুখার্জী কুন্ডু

ঘন কালো মেঘে
ব্যথিত সকাল।
কুয়াশায় সারা রাত
কান্না-মাখা স্রোতের প্লাবনে;
লাল অস্তরাগ।
অচেনা দ্বীপের খোঁজে
আমি জেগে একা-;
শিউলির ঝড়ে পড়া শিশিরতে,
জলের প্রলেপ মাখা –
অবোধ সকাল।
এ আলোর বসতিতে –
বসন্ত -ঝড়ের রোষানলে,
রোজ-বসতিতে
বিবস্ত্র আকাশ;
দ্যুতি নির্যাসে
লুপ্ত জ্যোতিষ্মান।
লাল নীল সুর-
বেজে যায় দূরে,
অচেনা দ্বীপের খোঁজে
উদাসীন মন।
######################################################

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *