এক থিমের পুজো

হিমাচল দাশ 

সেখানে কোনও পুজো হয়নি
আলো জ্বলেনি উঠোনে মাঠে রাস্তায়
সুরে-ছন্দে বাজেনি সন্ধিপুজোর ঢাক
শিশির-ভেজা কাশফুল মাঠ পেরিয়ে
এক ভোরে এসেছিলেন বটে বীরেন্দ্রকৃষ্ণ
তবুও সেখানে কোনও পুজো হয়নি


তবে পুজো হয়েছিল চোখ পেরিয়ে
চালায় চালায় এক অন্য থিমে
দুর্গা-শিব আর তাদের সন্ততিরা
শরীরে-মনে প্রশ্নচিহ্ন-বিস্ময়চিন্হ লেপে
লড়ছিল অসুরের সাথে

কাশফুল-ভরা খাঁ-খাঁ মাঠে
বেঁচে-থাকার অসুরের সাথে

©️হিমাচল দাশ
পিরোজপুর, মালদা,

আরুনপড়ুন-

“মৃত্যু”-সন্দীপ চক্রবর্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *