Malda news: দেবীপক্ষে মালদা জেলা প্রেস ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অংকন প্রতিযোগিতা

Newsbazar24:পিতৃ পক্ষের অবসানে দেবী পক্ষ শুরু হয়েছে।দেবীর আগমনের প্রাক্কালে মালদহ জেলায় সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন মালদা প্লেস ও ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারেও আয়োজন করা হল এক অঙ্কন প্রতিযোগিতার। রবিবার সকালে মালদা শহরের গৌড় রোড় এলাকায় এক বেসরকারি লজে অনুষ্ঠিত হয় এই অংকন প্রতিযোগিতা। সকাল থেকেই কচিকাঁচাদের কলরবের মেতে উঠেছিল অনুষ্ঠান চত্বর মোট চারটি বিভাগে শতাধিক ছেলেমেয়েরা অংশ নিয়েছিল প্রতিযোগিতায়। প্রতিযোগিতার শেষে ফলাফল ঘোষণা করা হয়। ক বিভাগে প্রথম হয়েছেন অশ্বিনী রায় চৌধুরী দ্বিতীয় তানিস্ক পাটোয়ারা তৃতীয় শ্রেয়া কুন্ডু।

খ বিভাগে প্রথম বিজয়েতা জোয়ারদার, দ্বিতীয় সুপ্রেমা ঘোষ তৃতীয় তনুশ্রী রায় চৌধুরী।

গ বিভাগে প্রথম আসলানা পারভীন, দ্বিতীয় বহ্নিশিখা বিশ্বাস তৃতীয় স্নেহশ্রী কুন্ডু।

ঘ বিভাগে প্রথম প্রিয়াঙ্কা কুন্ডু, দ্বিতীয় শোভনা পাল, তৃতীয় সৈকত কর্মকার।