Durga Puja 2023: ২০০ বছরের প্রাচীন প্রথা মেনে গাজোলের চাকনগরে দেবী দুর্গা পূজিত হন

Newsbazar24 : মালদহ জেলার গাজোল ব্লকের প্রাচীন পুজো গুলোর মধ্যে অন্যতম চাকনগর সার্বজনীন দুর্গাপূজা। গ্রাম বাংলার এই প্রাচীন পূজাকে ঘিরে রয়েছে এক ইতিহাস। প্রায় দুশো বছরের অধিক সময় ধরে এই এই পুজো হয়ে আসছে। সেই সময় চাকনগরের পাশ দিয়ে বয়ে যাওয়া মরা টাঙ্গন নদীতে প্রচুর জল থাকত। একদিন নদীতে মায়ের কাটামো ভেসে ওঠে। সেই সময় কাঠামো সংরক্ষণ করা হয় পরে স্বপ্নাদেশে মায়ের পুজো শুরু হয়। এলাকার প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে জানা যায় প্রথমে দেবী চামুণ্ডার পুজো শুরু হয়েছিল। পরবর্তীকালে স্বপ্নাদেশ পেয়ে দুর্গাপূজো শুরু করা হয়। গ্রামবাসীরা এখনো প্রাচীন রীতিনীতি মেনে পুজো করেন। এবং উদ্যোক্তা থেকে শুরু করে গ্রামবাসীরা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত নিরামিষ আহার করেন।মন্ডপ প্রাঙ্গনে কোনরকম আমিষের ছোঁয়া থাকে না। পুজোটি অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে হয় । অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার ধুম পড়ে যায় । পুজোকে ঘিরে মেলা বসে। সেখানে প্রচুর মানুষ অংশগ্রহণ করে। চাকনগর দুর্গাপূজা কমিটির সেবায়েত শম্ভুনাথ রায় বলেন এটি গাজোলের প্রাচীন পুজো গুলির অন্যতম আমরা গ্রামের সবাই মিলে পূজোর আয়োজন করি। এখন কমিটি গডে পুজো করা হয় এখানে মা খুব জাগ্রত। গ্রামের সবাই খুব ভক্তি করেন। পূজাতে পাশের জেলা দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দারাও মায়ের দর্শনের জন্য আসেন।পূজোর দিনগুলিতে সবাই নিরামিষ খান। ফল ,মিষ্টি দেওয়া হয়, সবাই উপবাস থেকে অষ্টমীর অঞ্জলি দেয়, প্রাচীন নিয়ম রীতি মেনে পুজো হয় বলে তিনি জানান।।