news bazar24 : কংসবণিক সম্প্রদায়ের আদি দুর্গা মন্দির প্রায় ৩০০ বছরের অতিক্রম করেছে। এই সম্প্রদায়ের দুর্গাপুজো আজও হয় নিষ্ঠার সঙ্গে। মালদার শহরের ইংরেজ বাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি মোড়ে রয়েছে এই আদি কংসবনিক সম্প্রদায়ের প্রাচীন এই দুর্গা মন্দিরটি। কথিত আছে, কংসবনিক সম্প্রদায়ের এই দুর্গা পুজোর নৈবিদ্যের জোগাড় শুধুমাত্র পুরুষরা করেন। এখানে মহিলারা পুজোতে খালি আনন্দ করে থাকেন।
আরেকটি পরম্পরা হলো দশমীর দিন মাচা করে দেবী দুর্গাকে ঘাড়ে নিয়ে কংসবণিক সম্প্রদায়ের সদস্যরা নিয়ে যান মহানন্দা নদীর নিমতলা ঘাটে। সেখানেই নৌকা করে দেবী দুর্গাকে ঘুরিয়েই বিসর্জন দেওয়া হয়। যুগ যুগ ধরে এই নিয়ম নিষ্ঠার সঙ্গেই আদি কংস বণিক সম্প্রদায়ের দুর্গাপূজা হয়ে আসছে। কংসবনিক সম্প্রদায়ের মন্দিরে ঢুকলেই দেখা যাবে অন্তত ৩২ রকমের দেব দেবীর ছোট ছোট মূর্তি রয়েছে। আর কয়েকদিন পরেই মহালয়া। তাই এখন চূড়ান্ত ব্যস্ততা এই আদি কংসবণিক সম্প্রদায়ের দুর্গাপুজোয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *