news bazar24 : গায়ক অভিজিৎ ভট্টাচার্যের বাড়ির পূজা এ বছর ২৭–এ পা দিচ্ছে। গত বছর  জমকাল আয়োজনের কথা বছরের শুরু থেকেই ভেবে রেখেছিলেন তিনি এবং তার পরিবার। কিন্তু শেষ পর্যন্ত ভেস্তে গিয়েছে সেই পরিকল্পনা। লোখান্ডওয়ালায় এক ডাকে পরিচিত ভট্টাচার্য বাড়ির পূজা গত বছর  একদম ঘরোয়া ভাবেই হয়েছিলো। তবে এই বছর অভিজিৎ জানিয়েছেন  ‘এ বছরটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। কারণ ২০২০ আমাদের বাড়ির পূজার ২৫ বছর হলেও তা নিয়ে কোন আরম্বর হয়নি । তাই ভিড়ে ঠাসা উৎসব না হলেও এ বছরটা মানুষের পূজায় মাততে চাইছি। আর পূজা বন্ধ করে কি লাভ ! গত ২৫ বছর ধরে মুর্শিদাবাদ থেকে যে ঢাকি, ডেকরেটরস, শিল্পীরা এসে আমার লোখান্ডওয়ালার পূজাকে এত জমকালো করে তুলেছেন, তাদের মুখের হাসি কি মলিন হতে দেয়া যায়? পূজায় তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব তাই আমরাই কাঁধে তুলে নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *