news bazar24 ঃ পুজোর বাজার এখনও হয়নি ? ভাবছেন কি কিনবেন ? কোন পোশাক কিনলে

আপনা কে স্মার্ট দেখাবে ?

আমরা বলি শপিং–এ যাওয়ার আগে অবশ্যই মনে রাখুন কোন ধরনের পোশাক  পুজোয় কিনলে, আপনি সেগুলি

 ব্যবহার করতে পারবেন সারা বছর ধরে । এই কথা  মাথায় রেখেই পুজোর শপিং করুন।

যারা এখনও শপিং শুরু করেননি তারা এবার চটপট জামাকাপড় কিনে ফেলুন। এখন ছেলেরাও

 অনেক বেশি ফ্যাশন সচেতন। আমরা তাই ছেলেদের জন্যও এনে দিলাম কয়েকটি ফ্যাশন টিপস।

 পুজোতে  অতিরিক্ত রঙচঙে, গ্লেজ–যুক্ত পার্টি শার্ট না কেনাই শ্রেয়। ট্রেন্ডি পোশাকের সঙ্গে টাইমলেস পোশাক ও এবার ফ্যাশনে ইন। কালো বা সাদা পোলো টি–শার্ট, এক রঙের ফর্মাল শার্ট, সাদা বা কালো এক রঙের টি–শার্ট এবার বেশ চলছে। তবে এই জিনিস

সুতির কেনাই ভালো।খাদিরও কিনতে পারবেন ।

টি–শার্টের ক্ষেত্রে এখন ট্রেন্ড ক্য়াপশন লেখা ডিজাইন। আপনার ব্যক্তিত্বের সঙ্গে মাননসই টি–শার্ট কিনতেই পারেন। নজর রাখুন ফিটের দিকে। খুব বেশি ঢিলে বা টাইট কখনই কিনবেন না। কমফর্টেবল মনে

হলে ফুল হাতাও নিতে পারেন। পুরুষদের ফ্যাশানে এখন ইন ফ্লোরাল প্রিন্টের হাফ–শার্ট।

এই শার্টগুলি সাধারণত ঢিলে ফিট হয়। তবে শার্টের হাতা যাতে বেশি বড় না হয় সেটা লক্ষ রাখা জরুরি।

জিন্সের মধ্যে ডার্ক ডেনিম বা কালো রঙের স্লিম ফিট জিন্স বেশ স্মার্ট এবং বেশ চলছে।

পুজোর অষ্টমীতে পাঞ্জাবি তো মাস্ট। তাই কেনাকাটার তালিকায় পাঞ্জাবি তো রাখতেই হবে।

দুই ধরনের পাঞ্জাবী হয়। গর্জাস, ভারি কাজের পাঞ্জাবি ও এক রঙের বা হালকা কাজের পাঞ্জাবি দুটোই বেশ চলছে। সুতরাং স্টাইল স্টেটমেন্ট আর মনপসন্দ পোষাক পেয়ে যাবেন হাতিবাগানের কলকাতা ফ্যাশন বাজারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *