news bazar24: মালদহের চাঁচলে সাড়ে তিনশো বছর ধরে অটুট রয়েছে সম্প্রীতির প্রতীক। প্রাচীন রীতি অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় মা দুর্গাকে হ্যারিকেন দেখিয়ে বিদায় জানান মুসলিম সম্প্রদায়ের লোকজন। সম্প্রীতির এই বিরল চিত্র দেখা গেল চাঁচলের সতীঘাটে।
চাঁচোলের রাজা রাম চন্দ্র রায় বাহাদুর আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে এই পূজা শুরু করেছিলেন। রাজবাড়ি পুজো নামে পরিচিত চঞ্চলের এই ৩৫০ বছরের পুরনো পুজো।
বর্তমানে রাজা নেই, কিন্তু রাজার পরম্পরা রয়ে গেছে। আর সেই রীতি অনুসারে মা চণ্ডীকে দশমীর গোধূলিতে চাচল পাহাড়পুরের চণ্ডী মন্দিরের সামনে মাত্র ২০০ মিটার দূরে সতীঘাটে নিরঞ্জন করতে নিয়ে গিয়েছিলেন। নিরঞ্জনের প্রাক্কালে মহানন্দার ওপারে সৈফুদ্দিন ও আকবর আলীরা লণ্ঠনের আলো দেখিয়ে মা চণ্ডীকে বিদায় জানান।

Dussehra utsav Malda : কালিতলা ক্লাবের উদ্যোগে মালদায় অনুষ্ঠিত হল দশেরা উৎসব
news bazar24: কালিতলা ক্লাবের উদ্যোগে মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত হল দশেরা উৎসব৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার প্রদীপকুমার যাদব, অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালুঙ্খে, বিধায়ক




